কক্সবাজারে কুতুবদিয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জলদস্যু দিদারুল ইসলাম (৩২) নিহত হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত দিদার উপজেলার লেমশীখালী কড়লা পাড়ার মৃত ইউছুপ নবীর ছেলে।
কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউস জানান, নিহত দিদারের বিরুদ্ধে থানায় ডাকাতি, অস্ত্র, ধর্ষণসহ ১৩টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ৬টি একনলা বন্দুক, ২০টি কার্তুজ ও ৯টি খালি খোসা উদ্ধার করা হয়। তার লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে টেকনাফে ট্রাকে করে ইয়াবা পাচারকালে র্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে টেকনাফের কেরনতলী স্থলবন্দর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ১ লাখ পিস ইয়াবা, ২টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এর আগে সোমবার ভোরে মহেশখালীর সোনাদিয়া দ্বীপে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল হাসান মানিক (৩০) নামে একজন নিহত হয়। র্যাব জানায়, নিহত মানিক একজন চিহ্নিত জলদস্যু।
Desing & Developed BY লিমন কবির